মাধবপুর প্রতিনিধি।। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ও শস্য বীজ বিতরণ করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ক্যান্টারমেন্টের ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে ছাতিয়াইন ইউনিয়ন এর ২১ প্রান্তিক কৃষককে কৃষি ও শস্য বীজ প্রদান করা হয়। রবিবার (২৪ মে) দুপুর ১:৩০ ঘটিকায় ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের লেফট্যানান্ট তাহমিদ মাজহার নেতৃত্ব এসব কৃষি ও শস্য বীজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেস ক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।