৭৫ বছর বয়সী তামবু নেছা। স্বামী মারা গেছে অনেক আগেই। নেই কোন সন্তান। আত্মীয় স্বজনের সহযোগিতায় পেঠে অন্ন দিয়ে বেচে আছেন তিনি। বর্তমানে করোনা পরিস্থিতিতে মানবেতর দিন যাপন করছেন তামবু নেছা। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের। বুধবার বিকেলে প্রধান মন্ত্রী দেয়া শাড়ী ও খাদ্য সামগ্রী পেয়ে ব্যাপক খুশি তিনি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’ বলেন গতকাল ফেসবুকে ধর্মঘর ইউনিয়নের অসহায় বিধবা ও নি:সন্তান তামবু নেছার বিষয়টি নজরে আসে। এর প্রেক্ষিতে আজ তার বাড়িতে গিয়ে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহারের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি প্রদান করা হয়।