হবিগঞ্জ শহরের প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত কালীবাড়ি ক্রস রোডের সামনে ছবির এ ভাঙ্গার দৃশ্যটি দীর্ঘদিনের। তা দেখে পথচারী অনেকেই বিরূপ মন্তব্য করলেও অজ্ঞাত কারণে এটি আর মেরামত হয় না। শহরবাসী কেউ কেউ ফেসবুকেও এ নিয়ে মন্তব্য করতে দেখা যায়।
হবিগঞ্জের বিশিষ্ট নাট্যকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, হবিগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জ এর প্রশিক্ষক ইয়াছিন খান এর এ ধরণের একটি মন্তব্য দৈনিক হবিগঞ্জের বাণী’র চোখে পড়ে। মন্তব্যটি পাঠকের জন্য সরাসরি তুলে ধরা হলো। আশা, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও চোখে পড়ে…।
ইয়াছিন খান এর ফেসবুক স্ট্যাটাস…
”শহরের প্রধান সড়কে দুর্ঘটনার ফাঁদ
বেশ ক’বছর যাবত প্রধান সড়কে দুর্ঘটনার এই ফাঁদ তৈরি হলে ও সাড়ানোর দায় নেই কোন সংস্থার।রাস্তার নিচ দিয়ে যাওয়া দুরবস্থাযুক্ত সুয়ারেজের লাইন ভেঙে এই হাল।সবধরনের যান প্রায়শই দুর্ঘটানায় পতিত হয় এই ফাঁদে।তাতে কি যানবাহন,মানুষ সবই চলবে উন্নয়ন ও হবে।
দায় কার ?
হবিগঞ্জ পৌরসভা।
সড়ক ও জনপথ।
জেলা প্রশাসন।”