সংবাদদাতা: গতকাল দুপুর ১২ টায় ফেইজবুক গ্রুপ ফ্রেন্ডস সোস্যাল ফাউন্ডেশন ও বেনু ভাইর স্বপ্ন দেখা ম্যারাইল্লা গ্রুপের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রঘরন্দন পাহারের গহীন বনের পাদদেশে।
উল্লেখ্য যে মাধবপুর, শায়েস্তাগন্জ,লাখাই উপজেলার একঝাঁক কর্মব্যাস্ত যুকবদের নৃত্ব সময় যোগাযোগ ও বন্ধুত্ব বন্ধন অটুট রাখার জন্য গড়ে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ডস সোস্যাল ফাউন্ডেশন ও বেনু ভাইর স্বপ্ন দেখা ম্যারাইল্লা গ্রুপ ২টি।এই গ্রুপের মাধ্যমে তারা বিভিন্ন সমাজিক কাজের সাথে সাথে বছরে কয়েকটি আনন্দ ভ্রমন এর আয়োজন করে। যেমন কক্সবাজার ভ্রমন, নৌকাভ্রমন ছাড়া ও বিভিন্ন আয়োজন। ফলে এলাকা সুনাম ও রয়েছে এ গ্রুপের।উক্ত গ্রুপে রয়েছে সাংবাদিক,এডভোকেট,ডাক্টর,মাস্টার,সরকারি-বেসরকারী কর্মকর্তা,বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও প্রবাসী। এ ব্যাপারে ম্যারাইল্লা গ্রুপের সভাপতি হাবিবুর রহমান বেনু বলেন বৈশ্বিক মহামারি করোন ভাইরাস যেন আমাদের সকলকে রক্ষা করে আর এ করোনা যাওয়ার পর তিনি গ্রুপের সকল সদস্যদের নিয়া অন্যরকম একটা আনন্দভ্রমন এর আয়োজন করবেন।