জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জ এর সহযোগিতা উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনন্দন রেঞ্জ এর রেঞ্জ অফিসার রিয়াজুদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জগদীশপুর বন বিট এর বিট অফিসার হেলাল আহমেদ সহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।