হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে ’হযরত ফাতেমাতুজ জোহরা (রা:) মহিলা মাদ্রাসা’ নামে একটি মাদ্রাসা সম্প্রতি প্রতিষ্ঠা করা হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ওই মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় মাদরাসার সকল প্রয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি পাশে থাকার অঙ্গীকার করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মাসুক মিয়া চৌধুরী। পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক অলিউর রহমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঘাসুরা গ্রামের সাবেক মেম্বার বিশিষ্ট মুরব্বি মো: আইয়ুব আলী, সালেহাবাদ দ্বিনিয়া মাদরাসার সভাপতি মো: রকিবুল হাসান চৌধুরী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: কামাল মিয়া ও উস্তাদুল উলামা হাফেজ আব্দুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাঘাসুরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো: মারাজ মিয়া, মো: মহসিন উদ্দীন তালুকদার, মো: ছোটন মিয়া, মো: আশ্রব মিয়া, মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল হক, যতিন্দ্র সুত্রধর, রাজা মিয়া তালুকদার, দেবন্দ্র সুত্রধর, মো: শাহ আলম মিয়া, তরুণ সমাজসেবক সুহেল আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী ইকবাল, জাবেদ আহমদ মাসুম মিয়া, মো: তাউছ মিয়া প্রমুখ। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাইদুর রহমান সানি।