হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঘরে ঢুকে মারজানা আক্তার (১৬) নামে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই কিশোরীর ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মারজানা একাই বাড়িতে ছিল। রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মারজানা। ওই রাতে তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ ভোরে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় মারজানাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কিশোরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।