তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সৌদি প্রবাসী মোঃ মাহমুদ মিয়া (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মূত্যু বরন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ মাহমুদ মিয়া সৌদি আরবের জেদ্দায় কর্মরত ছিলো। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩ জুন) সৌদি সময় দুপুর ২টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।মোঃ মাহমুদ মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।