তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং।। হবিগঞ্জের বানিয়াচংয়ে ডা.ইলিয়াস একাডেমিএস.এস.সি ২০১৬ ব্যাচের উদ্দ্যোগে শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় নতুন বাজারে অসহায় দরিদ্র কর্মহীন ক্ষুধার্ত ২০০ শত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ডা.ইলিয়াস একাডেমির সহকারী শিক্ষক ফেরদৌস সাত্তার, মিজানুর রহমান সুফল, মোঃ আব্দুল মুতালিব, মোঃগিয়াস উদ্দিন ও এস.এস.সি ২০১৬ ব্যাচের মোঃ মামুন ঠাকুর, কায়েস চৌধুরী, সাহাব উদ্দিন,হুসাইন আহমেদ, খাইরুল আহমেদ, রিমন আহমেদ, সাগর দেব,রান চৌধুরী, শাকিল আহমেদ, তোফায়েল আহমেদ প্রমূখ। এসময় আয়োজকদের মধ্যে মামুন ঠাকুর জানান, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দূর করতে পারে দরিদ্র অসহায় মানুষের পেটের ক্ষুদা তাই তাদের এই আয়োজন।