হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কমলা বিবি হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি বরাবরে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। রবিবার (২৬ জুলাই) দেশমূখ্যপাড়া গ্রামের শতাধিক লোক উপজেলা চত্বরে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই সকাল ১১টায় দেশমূখ্যপাড়া গ্রামের আব্দুল কদ্দুছ, লুকু মিয়া, উজ্জ্বল মিয়া, আব্দুর রহিম ও তাদের লোকজন উক্ত এলাকার জমিলা খাতুনকে মারপিট করে। এ সময় গৃহবধূর শাশুরী কমলা বিবি এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই কমলা বিবি নিহত হন এবং পুত্রবধু জমিলা খাতুন আহত হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, পোস্টমর্টেম রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে।