বানিয়াচংয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের (রাজস্ব উদ্বৃত্ত) অর্থে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের জন্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে ২০১৯-২০২০ অর্থবছরের এডিপি’র অর্থায়নে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খাঁনসহ প্রতিটি ক্লিনিকের এফ,ডব্লিউ,ভি ও সি,এস, সি,পিবৃন্দ।