হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রসার ছাদ থেকে পড়ে আতহার উদ্দিন নাকিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের খন্দকার নাজিম উদ্দিনের ছেলে ও দারুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
৭ সেপ্টেম্বর সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রোববার মাগরিবের নামাজের সময় দারুল কোরআন মাদ্রাসার পশ্চিমের বিল্ডিংয়ের ২য় তলার ছাদ থেকে নাকিব অসাবধানতাবশত: নিচে পড়ে যায়। পরে তাকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, নাকিব মাদ্রাসার হিফজ বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল। সে ইতিমধ্যে আড়াই পাড়া কোরআন শরীফ খতম সম্পন্ন করে। ৪ ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট। মা বাবার স্বপ্ন ছিল কোরআনের হাফিজ করার। সেই স্বপ্ন আজ স্বপ্নই স্বপ্নই থেকে গেল।