নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতার করা আইসিটি মামলায় সিকান্দার হোসাইন আকবরী (২৮) নামে এক ইমামকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ টার দিকে বানিয়াচংয় উপজেলার মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমন উদ্দিন ফকিরের ছেলে । তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদে ইমামতি করেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সিকান্দার হোসাইন আকবরী গত ১৩ জুন তার ফেসবুকে কয়েকটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছেন।এতে ক্ষুব্ধ হয়ে বানিয়াচংয়ের মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন তালুকদার বানিয়াচং থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছেন। তবে সিকান্দার হোসাইন আকবরী পরবর্তীতে এ-সব পোস্ট ডিলিট করে দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।বানিয়াচং থানার পরিদর্শক ( ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক তথ্যমন্ত্রী আহসানুল হক ইনুকে নিয়ে তিনি ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এলাকায় আইনশৃংখলা পরিস্থতির অবনতির আশঙ্কা সৃষ্টি হয়। এরা যেহেতু জাতীয় নেতা তাই সংক্ষুব্ধ হয়ে স্থানীয় ছাত্রলীগ সভাপতি বাদী হয়ে থানায় আইসিটি আইনে মামলা দায়ের করে। পুলিশ অভিযোক্ত ইমামকে আটক করেছে। মামলার তদন্ত চলছে।