হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী রুবেল (২৫) কে ৩ মাসের কারাদন্ডসহ ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রুবেল বানিয়াচং উপজেলা সদরের পুরান তোপখানা গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেন।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমান একদল পুলিশ নিয়ে কামালখানী হাজরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী রুবেলকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে জব্দকৃত গাঁজাসহ তাকে এসি (ল্যান্ড) এর কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আাদালত বসিয়ে সাজা দেয়া হয়।