হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি বানিয়াচং উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় বড় বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা কমিটির সদস্য ও উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুর রহমান পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন, যুগ্ম-আহ্বায়ক শরীফ চৌধুরী, সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী, বানিয়াচং উপজেলা কমিটির সিনিয়র সদস্য সৈয়দ সোহেল রানা, জুপুল রেজা, আফজাল হোসেন, তাকসিন আহমেদ।
এতে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সিনিয়র সদস্য মাধব সরকার, হবিগঞ্জ সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মিনহাদ আহমেদ চৌধুরী, জেলা সদস্য শফিকুল ইসলাম, জেলা মিডিয়া সেল প্রধান জিএম ফয়সাল খান, ডাঃ এফ আর রায়হান প্রমুখ।
বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসনের আরও তৎপরতা বৃদ্ধি করা ও এলাকাবাসীকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার আহবান জানান।