হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কের আমীর খানী গড়ের খাল ব্রীজের গোড়ায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গত এক মাস পূর্বে এই মরণফাঁদটির সৃষ্টি হলেও তা দেখার যেন কেউ নেই!
গর্তটি ভরাটের উদ্যোগ না দেখে ফেসবুকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনেকে পোস্ট দিয়েছেন। এলাকাবাসী অবিলম্বে গর্ত ভরাটের দাবী জানিয়েছেন।
জানা যায়, সড়কটির আমীর খানী গড়ের খাল ব্রীজের গোড়া বৃষ্টির পানিতে ভেঙ্গে দুই উপজেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দূর্ভোগে পড়েছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ।
স্থানীয়রা বলছেন, এক মাস পূর্বে এই রাস্তাটি ভেঙ্গে দু’উপজেলার সাথে গাড়ি দিয়ে চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে গন্তব্যে যেতে অনেক জায়গা ঘুরে যেতে হয়। গর্তটি ব্রীজের গোড়ায় হওয়ায় বুঝার উপায় নেই, সামনের জায়গাটি কেমন। আর এই রাস্তা দিয়ে নতুন কেউ গাড়ি নিয়ে আসলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বর্তমানে স্থানীয়দের কাছে এই জায়গাটি মরণফাঁদ হিসেবে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মো. আল-নুর তারেক বলেন, বৃষ্টির পানির কারণে এর আগে ও দু’বার এই জায়গায় গভীর গর্ত হয়েছে। আমরা সাথে সাথে মাটি দিয়ে ভরাট করে জনগনের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। চলিত অর্থ বছরে এই জায়গায় আরও মজবুতভাবে কাজ করার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী অবিলম্বে গর্ত ভরাটের দাবী জানিয়েছেন।