তৌহিদুর রহমান পলাশ,বানিয়াচং : সাংবাদিকতার সুরক্ষা, অপসাংবাদিকতা ও দুর্নীতি প্রতিরোধ এবং এলাকার সার্বিক উন্নয়নে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেছেন ঐক্যবদ্ধ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
২৩ জুন মঙ্গলবার সকালে চেয়ারম্যানের কার্যালয়ে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি মোতাব্বির হোসেন, ২০২০-২১ সেশনের কার্যকরি কমিটির সভাপতি দৈনিক কালের কণ্ঠ’র প্রতিনিধি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর’র প্রতিনিধি খলিলুর রহমান, ২০২১-২২ সেশনের সভাপতি দি ডেইলি ট্রাইব্যুনাল’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র বানিয়াচং উপজেলা প্রতিনিধি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক দৈনিক সমকাল’র প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ’র বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও যুগ্ম সম্পাদক মানবজমিন’র প্রতিনিধি মখলিছ মিয়া। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী ও যুবলীগ নেতা শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে উদ্যোগ নিয়ে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন করায় বানিয়াচংয়ের কৃতিসন্তান জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন’র সিনিয়র স্টাফ রিপোর্টার (ক্রাইম) সাখাওয়াত কাওসারকে ধন্যবাদ জানান এবং সম্মানজনক অবস্থানে রাখার পরও যে দুই/তিনজন প্রকৃত সাংবাদিক দূরে রয়েছেন তাদেরকে সকলের সিদ্ধান্ত মেনে একসাথে চলার আহবান জানান। তিনি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান ঘোষিত প্রেসক্লাবের জায়গা নির্ধারণ ও বহুতল ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।