হিদুর রহমান পলাশ, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকী নদীর ব্রীজের গোড়ায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। এক সপ্তাহ পূর্বে এই মরণফাঁদটির সৃষ্টি হলেও তা দেখার যেন কেউ নেই! গর্তটি ভরাটের উদ্যোগ না দেখে অনেকে ফেসবুকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিয়েছেন। এলাকাবাসী অবিলম্বে গর্ত ভরাটের দাবী জানিয়েছেন।