তৌহিদুর রহমান পলাশ ।। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাসহ আশপাশের উপজেলা প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু পার হয়। বর্তমান কৃষি মৌসমে ও প্রতিদিন শত শত ট্রাক ধান নিয়ে যায় দেশের বিভিন্ন আঞ্চলে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ব্রিজের মধ্যে ভাগে দুটি স্টিলের সিট নিজের ঝুঁকে আছে।
এরপরও ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ছোট বড় যানবাহন ও এলাকাবাসী চলাচল করছে। গাড়ি উঠলেই সেতুটি কেঁপে ওঠে।
এলজিইডির বানিয়াচং উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সুটকি নদীর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বেহাল এ ব্রিজের পরীবর্তে নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছে একালাবাসী ।