তৌহিদুর রহমান পলাশ,হবিগঞ্জ :: বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ৩মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। ২৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৯(গ) ধারা লঙ্ঘন করায় আটককৃত দুই মাদকসেবীকে ঘটনাস্থলেই ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ২শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল বানিয়াচং উপজেলা সদরের হাজড়া মহল্লার সুধীর বৈদ্যের ছেলে শংকু বৈদ্য এবং মজলিশপুর গ্রামের জবান উল্বার ছেলে নজরুল ইসলাম। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক এর বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।এর সঙ্গে জড়িত কাউকে নূন্যতম ছাড় দেয়া হবে না বলেও তিনি হুশিয়ারী প্রদান করেন।