জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বাহুবল উপজেলার পুটিজুরিতে বাঁশপাতা রেস্টুরেন্ট ও শাহ পরান বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা মাছ মাংস রাখার দায়ে বাঁশপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও অনুমোদনবিহীন রং ও ফ্লেভার ব্যবহার করার অভিযোগে শাহ পরান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, বাহুবল উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসাইন এবং বাহুবল থানা পুলিশের একটি টিম।