মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল মোঃ আবু নাছেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা খাতুন,সহকারি শিক্ষক সেলিনা আক্তার,নামজুন নাহার লিনা,অভিভাবক মুতিউর রহমান প্রমূখ। পরে বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধানিবেদন করেন শিক্ষকরা। আলোচনা সভাায় বক্তারা বলেন করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খবর নিচ্ছে। শিক্ষার্থীরা যাতে বিদ্যালয় থেকে ঝড়ে না পরে এজন্য অভিভাবকদের আরো যত্নবান হতে হবে।