হবিগঞ্জের বাণী ডেস্ক : সব প্রতিকূলতা ও অনিশ্চয়তা দূরে ঠেলে বুন্ডেসলিগা শুরুর দিনক্ষণও ঠিক করে ফেলল কর্তৃপক্ষ। মার্চে স্থগিত হয়ে যাওয়া জার্মানির শীর্ষ লিগ মাঠে ফিরবে আগামী ১৬ মে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বুধবার জানান, এ মাসেই ফিরছে বুন্ডেসলিগা। পরদিন বৃহস্পতিবার জার্মান ফুটবল লিগ (ডিএফএল) এক বিবৃতিতে প্রতিযোগিতাটি মাঠে ফেরার দিন চূড়ান্ত করল।
মৌসুমের বাকি সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এই প্রথম ইউরোপের শীর্ষ কোনো লিগ মাঠে ফিরতে যাচ্ছে।
ফেরার দিনে মুখোমুখি হবে শালকে ও বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ পরদিন খেলতে যাবে ইউনিয়ন বার্লিনে।
অধিকাংশ দলের ৯টি করে ম্যাচ বাকি আছে। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ভার্ডার ব্রেমেনের একটি করে ম্যাচ বেশি বাকি। শেষ রাউন্ডের খেলা হবে ২৭ ও ২৮ জুন।
২৫ ম্যাচ খেলে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের অর্জন ৫৫ পয়েন্ট। দুইয়ে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৫১।