ব্যাংক এশিয়া এজেন্ট থেকে গ্রাম পুলিশের বেতন উত্তােলন শুভ উদ্বোধন।
আজ (বৃহস্পতিবার) বেলা ২ টায় উপজেলা ডিজিটাল সেন্টারের ব্যাংক এশিয়া এজেন্টে দু’জন গ্রাম পুলিশ হাতে বেতন তোলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার তাসনুভা নাশতারান । এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া কর্মকর্তা সালমান শাহ,মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, উদ্দোক্তা মোজাম্মেল হক শাহিন ও আহম্মদ মিয়া। উল্লেখ্য যে এখন থেকে উপজেলার সকল গ্রাম পুলিশগণ তারা তাদের নিজ নিজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে স্থাপিত ব্যাংক এশিয়া এজেন্ট থেকে বেতন,বোনাস তোলতে পারবে।