“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য৷ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা। ” -দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে জীবনের সাথে লড়াই করে চলছেন নুর মিয়া। জানা যায়, টাকার অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারছেন না হবিগঞ্জের নুর মিয়া। তিনি হবিগঞ্জের সাকিন মনপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র। বেশ কয়েকবছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। নিজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি বিনা চিকিৎসায় খুব কষ্টে দিনাতিপাত করছেন। বয়সের সাথে সাথে শরীরে বাসা বেধেছে আরো নানান সংক্রামক।
হবিগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালের ডাক্তার দীপেন্দ্র নারায়ন দাশ নুর মিয়ার ব্রেইন টিউমারের জন্য অপারেশন করতে বলেন। সেজন্য তার চিকিৎসার জন্য ৯ লাখ টাকা প্রয়োজন। নুর মিয়ার জীবন বাঁচাতে সকলের সম্মিলিত সাহায্য প্রয়োজন। নুর মিয়াকে সাহায্য পাঠাতে নিচের নাম্বারে বিকাশ করতে পারেন। ০১৭৯৪২২৫০৪০ বিকাশ পারসোনাল।( হাফেজ জাকির হোসেন) নুর মিয়ার আত্মীয়।