বেসরকারি সংস্থা ব্র্যাক ইউপিজি কর্মসূচীর আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পূর্ব ও পশ্চিম বাঘাসুরা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে বাঘাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জামাল মোঃ আবু নাছের,শাখা ব্যবস্থাপক (দাবি)জহুরুল আলম মন্ডল,ব্যবস্থাপক মোঃ মুহিত,ইউপি সদস্য হেলেনা খাতুন,দেবেন্দ্র সূত্রধর,মারুফ মিয়া,কামরুজ্জামান তালুকদার,ব্র্যাক কর্মকর্তা বিধান চন্দ্র দে,কবির মিয়া প্রমূখ।