বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত। একটি কাটা তার দু দেশের মধ্যে ভাগ করলেও আচার , অনুষ্টান, সাংস্কৃতি সব কিছু প্রায় একই রকম। দু দেশের মানুষের মধ্যে রয়েছে ঘনিষ্ট সম্পর্ক। সেই দেশে করোনার ভয়াল থাবায় প্রতিদিন মারা যাচেছ অসংখ্য মানুষ। করোনার ঢেউ লেগেছে আমাদের পাশ^বর্তী ভারতের ত্রিপুরা রাজ্যেও। এই রকম সংবাদ ইলেকট্রনিক্স , প্রিন্ট মিডিয়া ও ওয়েব পোর্টালের মাধ্যমে আমাদের দেশে ছড়িয়ে পড়লে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। কারন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আর এই বড় রাষ্ট্রের সঙ্গে রয়েছে আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ। অনেকের স্বজনও রয়েছেন সেই দেশে। তাই আতংকের কারনটাও বেশি। এই ভয়াল সময়ে বাংলাদেশে সাংবাদিকরা যেমন মাঠে কাজ করছেন টিক তেমনি ভারতের সাংবাদিকরাও সংবাদ তুলে ধরছেন। কিন্তু ত্রিপুরার একটি নিউজ পোর্টাল করছেন ভিন্ন রকম কাজ। তারা মানুষের মাঝে বিতরণ করছেন স্বাস্থ্য সামগ্রী।
করোনার ভয় থাকলেও রুটি রোজির খোঁজে ঘর থেকে বের হচ্ছে অনেকেই। ঘর থেকে বের হওয়া ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রিপুরার অনলাইন নিউজ পোর্টাল “ নিউজ টপ লিংক ” বিতরন করছেন মাস্ক ,সেনিটাইজার এবং সাবান। আজ মঙ্গলবার চতুর্থ দিনও আগরতলা শহরে এই সব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশের যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ, ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার সভাপতি সপ্তর্শী চৌধুরী, নিউজ টপ লিংকের সম্পাদক দীপংকর দেব প্রমুখ।এক সপ্তাহ ব্যাপি এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নিউজ টপ লিংকের সম্পাদক।