হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত শাহজাহান মুন্সী (২০) নামের এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শানগড় গ্রামের চান মিয়া মুন্সীর ছেলে। অপর দিকে উপজেলার বহরা ইউনিয়নের কাশিমনগর রেলগেইট এলাকায় অবৈধ ভাবে বালু বিক্রির দায়ে আবুল কালাম(৩০)কে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তিনি কাশিমপুর এলাকার রহমত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,মোঃ মহিউদ্দিন। তিনি দন্ডাদেশের বিশয়টি নিশ্চিত করেছেন।