মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন সড়কের পাশ্ববর্তী একটি হাওড় থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল উপজেলার ছাতিয়াইন গ্রামের আমির খানের ছেলে এনাম মিয়া খান ও ইনতুছ আলীর ছেলে অলি আহমেদ।এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পগনগর গ্রামের ছোট্ট মিয়ার ছেলে আল আমিন ওরফে রাসেল। ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কামরুল হাসান বলেন তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এবং রাসেল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।