মাধবপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবসে গ্রাহকের মাঝে গাছের চারা বিতরণ করেছে জনতা ব্যাংক। সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার শাখার উদ্যোগে এছাড়া বিতরণ করা হয়েছে । ব্যাংক কর্মকর্তারা জানান গত ৩০ আগস্ট থেকে গ্রাহকের মাঝে ফলজ-বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের এরিয়া প্রধান উপ-মহাব্যবস্থাপক কেএম ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শাহ আলম, নোয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জনতা ব্যাংকের গ্রাহক জয়নাল আবেদীন, নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রকিব, ক্যাশ অফিসার স্বপন রায় প্রমূখ