মুজিব বর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এমন প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ মাধবপুরে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র, সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনুজ পাল, সাধারন সম্পাদক শাহ সেলিম , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক মিজানুর রহমান, সানাউল হক শামীম,আবুল হোসেন সবুজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরে প্রধানগণ সহ অনেকে।সভায় বক্তারা বলেন সব ব্যবসায়ীদের ভোক্তাদের নিকট সঠিক পরিমাণে ও নিরাপদ খাদ্য সরবরাহ করা হয় সে বিষয়ে সচেতন হতে হবে। সেই সঙ্গে ভোক্তাদেরও দেখে শুনে পণ্য ক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।