হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
বিজয়ের মাসে গত রোববার দুপুরে ইসলামী ব্যাংকের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালী উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটি সিলেট জোনের ১১০তম আউটলেট।
এ উপলক্ষে আউটলেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালী উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন আউটলেটের স্বত্বাধিকারী মোঃ জাহাঈীর আলম। বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান,মৌলানা কাজী আজিজুর রহমান,মোঃ মামুনুর রশিদসহ অন্যান্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন ইসলামী ব্যাংকের বুল্লা বাজারের এ আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন আউটলেটে চেক ছাড়াই শুধুমাত্র আঙুলের ছাপ দিয়ে একাউন্ট খুলা ও টাকা উঠানো যায়।
তাছাড়া শরীআ’হ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংকের সফলতা বর্তমান বিশ্বে ব্যাংকিং কার্যক্রমে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শেখ ওয়ালী উল্লাহ বলেন ইসলামী ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক। এ ব্যাংক ফিনটেকের ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষতা সাধনে সাড়া ফেলেছে ।
সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে।