হবিগঞ্জের মাধবপুর বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে জহুরা খাতুন নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যাগ থেকে ৯০হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের জামালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষাক মহিউদ্দিন আহম্মেদের স্ত্রী ও ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি গতকাল শুক্রবার মুঠোফোন জানান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বিদ্যালয়ের কাজের জন্য একটি কম্পিউটার দোকানে লেখালেখির কাজ সারেন। এর পরে বাজারে একটু কেনাকাটি করে ব্যাগে হাত দিয়ে দেখেন টাকা নেই। এর পর থেকে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন এ ব্যপারে অভিযোগ পাইনি। অভিযোগ ফেলে ব্যবস্থা নেয়া হবে।