স্বাস্থ্য বিধি না মেনে চলাচল ও নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ না করায় মাধবপুরে পৃথক চারটি মামলায় ৯০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালন করেন। এ সময় মাধবপুর থানার পুলিশ সহায়তা করেন বলে জানিয়েছেন সহকারি কমিশনার।