মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সকালে উপজেলার চারাভাঙ্গা গ্রামের সাহেব বাড়ির নিকট থেকে মাধবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের মসজিদের নিকটে সৈয়দ ফারুক মিয়ার বাগানের লিচু গাছের নিচে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় গলায় ফাঁস লাগানো গামছার কিছু ছেড়ে অংশ লিচু গাছের একটি ডালে বাধা অবস্থায় ঝুলানো ছিল।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। মাধবপুর থানার ওসি ( তদন্ত ) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।