আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় মাধবপুর উপজেলায় অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও উদ্বোধন এবং অনলাইন ক্লাস বিষয়ক ও মাধবপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে করোনার এই সংকটময় সময়ে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ বিষয়ক এক সভা উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলার অনলাইন ক্লাস বিষয়ক এডমিনসহ অন্যান্যরা।