মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজানপুর ইউনিয়নের সিমনাছড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ ব্যাক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার শাহজানপুর ইউনিয়নের সিমনাছড়া নদীতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার অবৈধভাবে নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যাক্তিকে আটক করে। তৎক্ষনাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের আহমেদ খালেদের ছেলে কামাল হোসেন (২৬), রেনু মিয়ার ছেলে ছোট মিয়া (২০) ও মৃত হাবিবুর রহমানে ছেলে মহিবুর রহমান (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।