মাধবপুরে অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি করার অপরাধে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: মহিউদ্দিন আহমেদ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহ গাজী মাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রির সময় একটি ট্রাক্টর আটক করে চুনারুঘাট উপজেলার সান খোলা ইউনিয়নের পানছড়ি গ্রামের আব্দুল গণি মিয়ার পুত্র আবদুল করিম (২২) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাধবপুর থানার পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।