হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাঠি উত্তোলন করায় মোঃ আক্তার মিয়ার নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
মাধবপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায় সোমবার সকালে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।