হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার অর্ধশত চিহ্নিত চোরাকারবারী ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরীর কাছে অবৈধ ব্যবসা ছেড়ে দেবে বলে আত্মসমর্পণ করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।
সোমবার (২৭-জুলাই) মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিনখোলা, কমলপুরসহ সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে অবৈধ পথে দেশের আনার কাজে জড়িত ছিলেন এমন ৪৩ জন আত্মসমর্পণ করেন।
সম্প্রতি হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী সীমান্তে অপরাধ, মাদকপাচার রোধে কঠোর হলে বিজিবি সদস্যরা তৎপর হয়ে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেন। এ ছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ৫৫ বিজিবি অধিনায়কের নেতৃত্ব এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সভা-সমাবেশ ও মতবিনিময় করেন।
লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী আত্মসমর্পণকারীদের সৎভাবে জীবনযাপন করার পরামর্শ দেন। এ সময় সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।