হবিগঞ্জের মাধবপুরের বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের অসহায় বিধবা আছিয়া খাতুনকে টিনের ঘর হস্তান্তর করেছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ স্বচ্ছতা। শুক্রবার (১৬ অক্টোবর ) বিকালে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ হয়। স্বচ্ছতা গ্রুপ এর সদস্য শেখ সামছুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বচ্ছতার সদস্য আলী আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ, সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ টেনু, বিশিষ্ট শিল্পপতি বশির মিয়া, সাংবাদিক হামিদুর রহমান, ইয়াছিন তন্ময়, সমাজ সেবক মোঃ কাউছার মিয়া, মোঃ হেলাল মিয়া মেম্বার, মোঃ আশরাফ খান, জীবন ভট্টাচার্য্য ও বুল্লা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্বচ্ছতার সদস্য মোঃ জিয়াউর রহমান সুজন, মোঃ মসিউর রহমান মামুন, জুবায়েদ আহমেদ স্বপন, মোঃ সাদমান জহির, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাকারিয়া, মোঃ সুজন আলম, মোঃ মামুন, মোঃ নজরুল ইসলাম তুহিন, মোঃ খাইরুল ইসলাম খান, শেখ সামছুল হক, মোঃ কাদির হোসেন জুয়েল, মোঃ সামছু উদ্দিন, মোঃ দুলাল সিদ্দিকী, অর্জুন পাল, জুবায়েদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, স্বচ্ছতা গ্রূপ এই পর্যন্ত প্রায় ৫০টির অধিক মানবিক কাজ সম্পন্ন করেছে।