করোনাকালীন সময়ে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের অসহায় মানুষের প্রতি আর্থিক সহযোগিতরা হাত বাড়িয়ে দিয়েছে প্রবাসী একতা সমাজ সেবা সংগঠন। গতকাল শুক্রবার সকালে তিন ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করেছে এ সংগঠনটি। এ উপলক্ষে দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন তারা। বিদ্যালয়ে সভাপতি সাংবাদিক জামাল মোঃ আবু নাছেরের সভাপতিত্বে ও সংগঠনের কোষাদক্ষ মোঃ শাহিন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাতিয়াইন গনজাগরন কমিটির সভাপতি সহিদুল ইসলাম বাবু,ইউপি সদস্য দুধ মিয়া,মনির হোসেন,হাফেজ জালাল উদ্দিন প্রমূখ। পরে দাসপাড়া গ্রামের বিধবা জাহারা খাতুন,রিক্সা চালক কামাল মিয়া ও ছাতিয়াইন গ্রামের গার্মেন্টস কর্মী সুনিয়াকে ১৫হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন। এ সময় জাহারা খাতুন বলেন এ টাকা দিয়ে তিনি ছাগল পালন শুরু করবে। কামাল মিয়া বলেন এ টাকার সাথে আরো কিছু টাকা সংযোক্ত করে একটি রিক্সা ক্রয় করবে। সুনিয়া বলেন একটা সেলাই মেশিন কিনে সংসার চালাবেন। সংগঠনের সদস্য সাহেদ আলী বলেন আমাদের সংগঠনের যাত্রা সবে মাত্র শুরু হয়েছে। প্রবাসীরা একতা সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো প্রত্যয় নিয়ে কাজ করে যাবে।