মাধবপুর উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ। স্বাভাবিক পরিস্থিতিতে এই সেচ্ছাসেবী সংগঠনটি মানুষকে রক্ত দান করে সহযোগিতা করে থাকে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা প্রভাবে কর্মহীন অসহায় মানুষকে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনটি।
সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন যে এ পর্যন্ত তারা কোন প্রকার আনুষ্ঠানিকতা না করে বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রায় ৪০০ অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। আর ও জানান তারা যাদের সাহায্য করেন তাদের নাম ঠিকানা কিংবা ছবি প্রকাশ করেন না। সামর্থবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।