মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহের উদ্দিন খাঁন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
রোববার (২৬ এপ্রিল)সকাল ১১টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ছাতিয়াইন গ্রামের নিজ বাড়িতে বার্ধ্যক্ষ জণিত কারনে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, জাহের আলী খান রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ছিলেন শিক্ষানুরাগী এবং এলাকায় গ্রাম্য সালিক বিচারক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছিলেন।
জাহের খাঁন ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি, ছাতিয়াইন সরকারী প্রাথমিক বিদালয়ের সাবেক সভাপতি, খান্দুরা দাখিল মাদ্রাসার সাবেক সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।