মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে সংবর্ধনা এবং ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এফ.এম.শাহজাহান। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ।
সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে রুমেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্যাটাগরিতে মাজেদা বেগম, সফল জননী নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করেছেন আসমা বেগম ও সমাজ উন্নয়নে শাহানা আক্তার।