আনিসুর রহমান , মাধবপুর (হবিগঞ্জ) : মহামারি করোনা ভাইরাস সংক্রামনের কারণে বিপাকে পড়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগনেতা আব্দুর রহমানের নিজ অর্থায়নে বিপাকে পড়া এরকম ৭৫ পরিবারের পাশে দাঁড়িয়েছে।
শুক্রবার (৮ মে) আন্দিউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মিরনগর গ্রামের ৭৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪ কেজি করে চাউল, ১ কেজি করে আলু, ১কেজি করে পেঁয়াজ বিতরণ করেন আন্দিউড়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ।
এসময় উপস্থিত ছিলেন আন্দিউড়া কৃষকলীগের সভাপতি জুটন সুত্রধর, ইউনিয়ন যুবলীগ যুগ্ম-সম্পাদক সোহেল মিয়া, ৪নং ওয়ার্ড সভাপতি সেলিম মিয়া, পৌর যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি নাহিদ হাসান নাহিদ, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমূখ।
যুবলীগ নেতা আব্দুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের আহবান জানিয়েছেন। এই আহ্বানে আমার ব্যক্তিগত অর্থায়নে ৭৫ জন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করি।