মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলায় নতুন করে আরও দুই জনের করোনা সনাক্ত হয়েছে। শনিবার (২৩ মে) ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিক্যাল থেকে তাদের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন সনাক্ত দুজন মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়ার ও গঙ্গানগরের এলাকার বাসিন্দা। এর মধ্যে একজন সরকারি কর্মকর্তা ও আপরজন গত পরশু করোনা সনাক্ত হওয়া কেরানীগঞ্জ ফেরত নারীর বোন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, গত ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে মাধবপুর উপজেলায় ৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে মাধবপুর উপজেলার আরও ২ জন ঢাকায় গিয়ে পরিক্ষা করে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সর্বমোট মাধবপুর উপজেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১১ জন। এদের মধ্যে ইতিমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।