মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জন পুলিশ সদস্য ও ১ জন সরকারি কর্মচারী রয়েছে এবং অপর সনাক্ত রোগী মাধবপুর পৌরসভার গোদামপাড়ার বাসিন্দা। গত ৫ ও ৬ জুন মাধবপুর থেকে কিছু নমুনা সংগ্রহ করে ঢাকার আগারগাঁওয়স্ত ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১২ টার দিকে কয়েকটি নমুনা পরিক্ষার ফলাফল আসে। এরমধ্যে ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।এখন পর্যন্ত মাধবপুরে মোট ২৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছ। এরমধ্যে ১০ জন পুলিশ সদস্য রয়েছে। সনাক্ত ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রুগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ১ জন অবসরপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।