মাধবপুর প্রতিনিধি :মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সকল সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগনের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। নিন্মবিত্ত শ্রেণির মানুষ সরকারি সহযোগিতার জন্য হাত পাততে পারলেও মধ্যবিত্ত শ্রেণির মানুষ পড়েছে বিপাকে। তারা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী ইউনিয়নের ৪৭ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগনকে নগদ অর্থ উপহার দিয়েছেন। তিনি জানান, এটা আমরা প্রকাশ করতে চাইছিলাম না যেহেতু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে বর্তমান পরিস্থিতিতে সমাজের সকল বিত্তশালীদের ইমাম, মুয়াজ্জিন ও আলেমগনের পাশে দাড়ানো উচিত।