শেরওয়ানি পরে শ্বশুর বাড়িতে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল সজলের। তার বাড়ি ও সাজানো হয়েছিল জমকালো রূপে।কিন্তু মর্মান্তিক এক দুর্ঘটনায় নিমিষেই সব ওলট-পালট হয়ে গেছে। সুসজ্জিত বিয়ের গেট দিয়ে যাঁর শ্বশুর বাড়িতে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল কিন্তু সেই গেট দিয়ে তার লাশ গেছে কবরে। বৃহস্পতিবার( ১৭ জুন)গায়েহলুদের দিন সকালে বিদ্যুতিক ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
সজল মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের কুদ্দুছ ভান্ডারীর বড় ছেলে। তাঁর অকালমৃত্যুতে দুচোখ ভেজালেন এলাকাবাসী।
পুরো বিয়ের বাড়িটিতে এখন হাহাকার, বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।
বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল হক জানান আগামী শুক্রবার তার বিয়ে ঠিক হয়েছিল একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামে।কিন্তু বিয়ের আগের দিন তার মৃত্যু টি খুব কষ্টের, তা মেনে নেওয়া যায়না।
উল্লেখ্য যে গত কয়েক দিন পূর্বে মাধবপুরে নিজের বিয়ের গেইট দিয়া লাশ হয়ে কবরে গিয়াছিল এক কনে।